সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লক্ষ হাজার টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুকুরের মালিক মুরাদনগর থানায় দুই জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলা সদরের রামধনীমুড়া গ্রামের মতিউর রহমান ভূইয়ার ছেলে আক্তার হোসেন ভূইয়া বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পুকুরে দেড় লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই সে বিক্রি করত। বুধবার ভোররাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।
পুকুর মালিক আক্তার হোসেন বলেন, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পুকুরের পশ্চিম পাশের বাড়ীর মালিক আয়েব আলী ও জয়নাল মিয়ার সাথে পুকুরে তাদের টয়লেটের ময়লা ফেলা নিয়ে কথা কটাকাটি হয়। ওই সময় তারা হুমকি দেয় পুকুরে মাছ চাষ কিভাবে করছ আমরা দেখে নিবো। এ ঘটনার পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে। এ পর্যন্ত তার হিসাব অনুযায়ী প্রায় আড়াই লাখ টাকার মাছ মেরে ফেলেছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম