
ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ২৩ নভেম্বর, শনিবার রাতে উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ৪টি ভাস্কর্য ভেঙে পাশের একটি খালে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৭ সালে স্থানীয় মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহ করে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ভাস্কর্য রয়েছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্যগুলোতে ভাঙচুর চালায়। পরে ভেঙে ফেলা ভাস্কর্যগুলো তারা পাশের একটি খালে ফেলে দিয়ে যায়।

এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’
ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ খাল থেকে ভাস্কর্যগুলো উদ্ধার করেছে। প্রতিটি ভাস্কর্যেই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম