প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০১৯, ১:০৮ পি.এম
বরগুনা নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বরগুনা সংবাদদাতাঃ
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বরগুনায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত দশটার দিকে আয়লা পাতাকাটা ইউনিয়নের লাঙ্গলকাটা গ্রাম থেকে অভিযুক্ত বাবা নিজাম মীরকে পুলিশ গ্রেফতার করেছে।
বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, লাঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ওই ছাত্রীকে তার বাবা দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছে। গত ৭ নভেম্বর বেলা ২ টার দিকে কিশোরীর মা পানি আনতে গেলে নিজাম মীর জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করে।
সোমবার পর্যন্ত আরও কয়েকবার ধর্ষণের চেষ্টা করলে কিশোরী তার মাসহ আত্মীয়-স্বজনকে বাবার অপকর্মের কথা জানান। বিষয়টি বরগুনা থানায় জানানো হলে এসআই ওবায়দুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সোমবার রাতে নিজাম মীরকে থানায় নিয়ে আসে।
বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন আরও জানিয়েছেন, নিজাম মীর তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। কিশোরী মেয়েটি নিজেই বাদী হয়ে বাবাকে আসামী করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম