আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ৯ নং- হরিরামপুর ইউনিয়নের বড়দহ মেলা হইতে অভিযান চালিয়ে ৩ জন জুয়ারু বড়দহ কুটিপাড়ার রুবেল শেখের ছেলে ১। মোজাহার শেখ(৩৩), চন্দনপুর তালুকদারপাড়ার মোখলেছুর রহমানের ছেলে ২। শফিউর রহমান(৩০), বলামপুর গ্রামের মৃত নাজির শেখের ছেলে ৩। মোঃ মন্নু মিয়া(৪০) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে। একই দিন আজ ১৪ এপ্রিল রবিবার গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন কুপতলা মেলা হইতে অভিযান চালিয়ে ৯ জন জুয়ারু কে আটক করে। আটককৃতরা হলো চাঁপাদহ পাঁচজুম্মা গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে ১। লিটন(৪০), মৃত ইসলামের ছেলে ২। আঃ হামিদ(৫০) ছাদেকার রহমানের ছেলে ৩।সাজু মিয়া(৩৫), মৃত আনছার আলীর ছেলে ৪। বাবলু(৪০), আনিছুর রহমানরর ছেলে ৫। ইকোয়াত(২৮), কুঠিপাড়ার গ্রামের গোলাপ হোসেনের ছেলে ৬। মোঃ সাজু(২৮), দুলারভিটা গ্রামের আমির উদ্দিনের ছেলে ৭। হুমায়ন আহম্মেদ(৩৪), মৃত নইমের ছেলে ৮। সোহরাব হোসেন(৩৪),কাজীপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ৯। তকবীর রহমান(৩৫)সহ জুয়া খেলারত অবস্থায় পৃথক অভিযানে ১২ জন জুয়ারু কে আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবর রহমান পিপিএম জানান,পরবর্তীতে আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক অর্থদন্ড প্রদান করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম