গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে স্থাপনা নির্মাণ করে বদরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বদরুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করলে গত মঙ্গলবার (২২অক্টোবর) আদালত বিরোধপূর্ণ জমির ওপর ১৪৪ ধারা জারি এবং দখল বিষয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে নিদের্শ দেন। এর আগে বদরুল আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৮৯৭/১৮-১০-১৯ইং) করেন।
জিডি সূত্রে জানা যায়, ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র বদরুল ইসলামের পরিবার একই গ্রামের গোপিন্দ্র চন্দ্র দের কাছ থেকে (জে.এল. নং-৩৪, এস.এ দাগ নং-৫৫৯ ও ৫৬০) ২৩শতক এই জায়গাটি ক্রয় করেন। কিন্তু একই গ্রামের মৃত মস্তফা মিয়ার পুত্র জামাল উদ্দিন (৪৮) ও মইন উদ্দিন (৫২) এই জায়গাটি তারা ক্রয় করেছে বলে দাবি করে কৌর্টে মামলা করেন। এই মামলাটিতে তারা জাল দলিল উত্থাপন করলে মাননীয় আদালত জায়গাটি বদরুল ইসলামের পরিবারের পক্ষে রায় দেন। মামলায় পরাজিত হয়ে গত ১৮ অক্টোবর শুক্রবার দুপুর দেড়টার দিকে জামাল উদ্দিন ও মইন উদ্দিন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে বদরুল ইসলামের এই জায়গায় গোপনে একটি পাকা ঘর নির্মাণ করেন। এসময় বদরুল ইসলাম বাধা দিলে হামলার চেষ্টা করে দখলদাররা। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বদরুল ইসলাম জানান, এই জায়গাটি আমাদের পরিবার ১৯৬৪ সালে একই গ্রামের গোপিন্দ্র চন্দ্র দের কাছ থেকে ক্রয় করি। কিন্তু জামাল উদ্দিন ও মইন উদ্দিন জাল দলিল তৈরী করে তারা এই জমি কিনেছে বলে মামলা করে পরাজিত হয়। এরপর থেকে তারা এই জমি দখল করতে উঠেপড়ে লেগেছে। বিভিন্ন ভাবে আমায় হুমকি ধামকিও আমায় দিচ্ছে। ইতোমধ্যে এই জায়গা দখল করতে তারা একটি পাকা ঘর তৈরী করেছে।
অভিযুক্ত জামাল উদ্দিন এ প্রতিবেদককে জানান, আমার বাবা এই জায়গাটি ক্রয় করেছেন। এই জায়গাটি অনেক দিন ধরে আমাদের দখলে রয়েছে। বদরুলের পরিবার ক্রয় করেনি বলেও জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারার জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষকে ১৪৪ ধারার নোটিশ প্রদান করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম