3:45 AM, 13 November, 2025

টাংগাইলে দুই সন্তানের জননী আপত্তিকর অবস্থায় প্রেমিকের সাথে হাতেনাতে ধরা

received_558571911634974
জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে দুই সন্তানের জননী আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে। মঙ্গলবার ২২ অক্টোবর, ২০১৯ মামুূদনগর দক্ষিণ পাড়া গ্রামের কবির হোসেনের(৩০) স্ত্রী দুই সন্তানের জননী সখি আক্তার(২৮), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়ার(২২) সংগে কুকর্মে লিপ্ত অবস্থায় গভীর রাতে বাড়ির লোকজনের  হাতে আটক হয়।
পরে পরকীয়ায় লিপ্ত প্রেমিক যুগলকে বাড়ির লোকজন শিকল দিয়ে বেধে রেখে স্থানীয় মাতবরদের খবর দেয়। গুপ্ত প্রেমিক রাসেল মিয়া জানান,সখি আক্তারের সাথে মোবাইল এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর দীর্ঘ পাচ বছর চলে এ পরকীয়া প্রেম। এ দীর্ঘ সময় তারা বিভিন্ন জায়গায় শারীরিক ভাবে মিলিত হয়। অনেক দিন লোকচক্ষুর অাড়ালে এ লীলা চলতে থাকে। কিন্তু চোরের দশ দিন,গৃহস্তের একদিন। নিষিদ্ধ প্রনয়ের টানে প্রেমিক রাসেল ২২ অক্টোবর ২০১৯ তারিখে স্বামীর অবর্তমানে গভীর রাতে দুই সন্তানের জননী সখির ঘরে প্রবেশ করে।কিন্তু বিধিবাম, এ রাতেই  প্রেমিক যুগলকে ধরে ফেলে বাড়ির লোকজন।
অসামাজিক কাজে জড়িত থাকার খবর পেয়ে স্বামী  কবির ঢাকা থেকে  গ্রামে চলে আসে। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে স্ত্রী সখিকে খোলা তালাক দেয়। এ বিষয়ে জানতে মামুদনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার মাষ্টার ও ময়নাল মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি।