আমতলী-পটুয়াখালী মহাসড়কে বাস ডাকাতি

বরগুনা সংবাদদাতাঃ
২২ অক্টোবর গভীর রাতে পটুয়াখালী- আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে গাছের গুড়ি ও সিমেন্টের স্লাব ফেলে বাস ডাকাতি সংঘঠিত হয়েছে। অস্ত্রধারী ডাকাতরা বাসযাত্রী ও চালকদের মারধর করে নগদ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটা ফেরার পথে গভীর রাতে আমড়াগাছিয়া খানকার দক্ষিণ পাশে সড়কে গাছ ফেলে যানবাহন আটকে দেয় ডাকাতরা। ডাকাতদের হামলায় এ সময় নারীসহ ৪০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মুখে কালি মাখানো ১০-১২ জন ডাকাতের একটি দল গাছের গুঁড়ি ও সিমেন্টের ব্লক ফেলে সড়ক আটকে দেয়।
এরপর যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
