সোহেল রানা মানিক, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত ৬ জন,
আহতরা হলেন, জাহিরুল(৪৩), এনামুল(৬০), সামিরুল(৩৭), সেলিম(৬৮), মহিরুল(৩৫), আনজুর ইসলাম (৩৫), নামে ৬ জন। এদের মধ্যে জাহিরুল, এনামুল, নামে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে উপজেলা হাসপাতালে কর্মরত চিকিৎসকরা।
এরপরে উপজেলা প্রশাসন হরিপুর নতুন বাজার হইতে উপজেলা মোড় পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় হরিপুর উপজেলা দলীয় কার্যালয়ে সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
হরিপুর উপজেলা আ’লীগের সভাপতি,শ্রী নগেন কুমার পাল ও সাধারন সম্পাদক মোঃ জিয়াউল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন আওয়ামীলীগ পার্টি অফিসে দলের মিটিং চলাকালে বিরোধী দলের নেতাকর্মীরা এসে আর্তকীত হামলা করে । এসময় দু’গ্রুপে মধ্যে সংঘর্ষ বাঁধে এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিত নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রন না হলে ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, উপজেলা আ’লীগের মধ্যে কোন্দলের কারনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যা ৬টা থেকে দলীয় কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বলবদ থাকবে।