1:58 AM, 13 November, 2025

মুরাদনগরে চায়ের দোকানে আলিম পরীক্ষা, পরীক্ষার্থী বহিস্কার

import_1555047784954_muradnagar, comilla pc 11-04-19

সফিকুল ইসলাম,

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় চলমান আলীম (এইচএসসি) পরীক্ষার সময় শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রে হাবীবুল হক নামে এক ছাত্র পরীক্ষা কেন্দ্রের বাহিরে খাতা নিয়ে লিখার ঘটনা ঘটেছে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে পরে। এতে সাধারন পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্ঠি হয়েছে।
বৃহস্পতিবার আলিম পরীক্ষার ফিকাহ্ ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
হাবীবুল হক উপজেলা শুশুন্ডা আলিম মাদ্ররাসার ছাত্র।
জাানা যায়, পরীক্ষা চলাকালে ছাত্র হাবীবুল হক শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রের পার্শ্ববর্তী একটি দোকানে পরীক্ষার খাতা নিয়ে লিখার সময় অন্য এক জন মোবাইল ফোনে এ দৃশ্য ধারন করে। পরে এ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে মূহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পরে।
এ বিষয়ে শুশুন্ডা আলীম মাদ্রাসা সুপার ও কেন্দ্র সচিব মো: গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার সাথে জড়িত পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টির ব্যাপারে খুজ নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের বিরোদ্ধে প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।