নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)
দিনাজপুর জেলার চরকাই রেঞ্জে বন বিভাগের উডলড বাগানে রোপণকৃত বিভিন্ন প্রজাতির ২ হাজার চারা উপড়ে ও ভেঙ্গে নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে সবার অগোচরে নবাবগঞ্জ বিটের খটখটিয়া মৌজায় দুর্বৃত্তরা চারা গাছ গুলো নষ্ট করেছে বলে চরকাই রেঞ্জের রেঞ্জ কর্তকর্তা নিশিকান্ত মালাকার এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, আদ্য ০১/৯/১৯ ইং তারিখ দিবাগত রাতে নবাবগঞ্জ বিটে খটখটিয়া মৌজায় জবরদখল উচ্ছেদকৃত বনভুমিতে সৃজিত উডলট বাগান এর সদ্য রোপিত চারা তুলে উপড়ে, ভেংগে ফেলে প্রায় ২০০০ টি চারা নষ্ট করে পুনঃ জবরদখলের চেষ্টা করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে এবং ক্ষতি গ্রস্ত বাগানে পুনঃ চারা রোপন করে বাগান টি পুনঃরুদ্ধার এর কাজ চলছে। জবরদখলকারীরা যতবার চারা নষ্ট করবে ততবার চারা রোপন করা হবে কিন্তু বনভুমি ছাড়া হবে না।
তিনি আরো বলেন, নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া মৌজার বন বিভাগের অনেক জমি দীর্ঘ দিন ধরে বেদখল অবস্থায় ছিল। ইতোমধ্যে ওই জমিগুলোর মধ্যে বেশকিছু জমি প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সেখানে ৬ একর জমিতে বহেড়া, লটকন, আমলকি, আকাশমণি, জাম, সোনালু ও জারুলসহ বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা নষ্ট করে ফেলে। তিনি আরও বলেন, ঘটনার পরে মঙ্গলবার সকালে ওই জমিগুলোতে ভূমিখোরদের দখল ঠেকাতে আবারও বিভিন্ন প্রজাতির ২ হাজার চারা রোপণ করা হয়েছে।
রেঞ্জার নিশিকান্ত মালাকার জানান, ‘চারা নষ্ট করে ফেলার বিষয়টি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আব্দুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানকে অবহিত করা হয়েছে। আগামীতে দখলদার ও দৃর্বৃত্তদের হাত থেকে বন বিভাগের এ গাছগুলো রক্ষা করতে সুবিধাভোগীদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে’।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান বলেন, ‘ আমি এ বিষয়টি বিট কর্মকর্তার নিকট থেকে জেনেছি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
উল্লেখ্য, চরকাই রেঞ্জের সূত্রমতে, বিরামপুর উপজেলার চরকাই রেঞ্জের অধীনে ৮ হাজার ৫শত একর জমি রয়েছে। এর মধ্যে এখনও ২ হাজার ২শ একর জমি এলাকার বিভিন্ন প্রভাবশালীদের দখলে রয়েছে। বেদখল হওয়া এলাকাগুলোর মধ্যে চরকাই (বিরামপুর) রেঞ্জের অধীনে হরিপুর বিটের রঘুনাথপুর, বামনগড় এবং নবাবগঞ্জ বিটের খটখটিয়া ও বল্লবপুর মৌজায় বন বিভাগের অনেক জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে। দখলকাররা সেগুলো দখল করে সেখানে বিভিন্ন ধরণের ফসল চাষাবাদ করে আসছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম