5:02 AM, 13 November, 2025

খুলনায় আ.লীগ অফিসে হামলার দায় স্বীকার করলো আই এস

boma

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিবৃতি দিয়ে আইএস এই হামলার দায় স্বীকার করে। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এমন তথ্য নিশ্চিত করে।

৩০ সেপ্টেম্বর, সোমবার রাতে এক টুইটবার্তায় সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানায়।

ওই টুইটে বলা হয়, দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস, যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।

জানা যায়, সন্ধ্যায় আনুমানিক ৩০ বছরের এক যুবক আওয়ামী লীগের অফিসে ঢোকে। সে অফিসে থাকা সুমন নামে এক ছাত্রলীগ কর্মীকে বলেন- ব্যাগটি রাখলাম, বাথরুমে যাব। এ কথা বলেই ছেলেটি বাইরে যায়। এর কিছু সময় পরই বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগ অফিসটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমা হামলার স্থলটি ঘেরাও করে রেখেছে পুলিশের ক্রাইমসিন ইউনিট।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অজ্ঞাত এক ব্যক্তি থানা আওয়ামী লীগের কার্যালয়ের গেটে একটি ব্যাগ রেখে যায়। পরে, সেটি রিমোর্টের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।