12:32 AM, 13 November, 2025

চাকরির প্রলোভনে ধর্ষণ, দুই রিহ্যাব পরিচালক গ্রেপ্তার

2-rapist

চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে এনে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালক।

গতকাল ২৯ সেপ্টেম্বর, রবিবার রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার নামের ওই দুই রিহ্যাব পরিচালককে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ।

চিকিৎসার জন্য ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল। তিনি জানান, চাকরি দেয়ার কথা বলে গতকাল রবিবার ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেয়া হয়।

সেখানে যাওয়ার পর তাকে গণধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এরই প্রেক্ষিতে ওই দুই রিহ্যাব পরিচালককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই নারী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।