ফেনীতে দাদার যৌন নিপীড়নের শিকার ৫ বছরের নাতনি

ফেনীর সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের পাঁচ বছর বয়সী শিশুকে ফুসলিয়ে যৌন নিপীড়নের অভিযোগে আইয়ুব আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আইয়ুব আলী ওই শিশুটির সম্পর্কে দাদা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে সোনাগাজী মডেল থানার পুলিশ। সে উপজেলার আমিরাবাদ ইউপির সফরপুর গ্রামের নুরবক্স মাঝি বাড়ির আব্দুল খালেকের ছেলে।
এর আগে আইয়ুব আলীকে আসামি করে শিশুটির মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত আইয়ুব আলী ও ভিকটিম একই বাড়ির বাসিন্দা। সম্পর্কে তারা দূরসম্পর্কের দাদা-নাতনি হয়।
শনিবার দুপুরে সে বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় অভিযুক্ত আইয়ুব আলী তাকে ফুসলিয়ে কাছে নিয়ে নির্যাতন চালায়। ঘটনার পর ভয়ে বাড়িতে কাউকে না জানালেও বিকেলে ব্যথা অনুভব করলে শিশুটি তার মাকে জানায়।
স্থানীয় চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, সন্ধ্যার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আমাদের জানানোর পর আমরা মডেল থানাকে অবহিত করি।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ বলেন, ঘটনাটি আমি অবহিত হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করি। রবিবার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভিকটিম শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পর আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
