9:56 PM, 12 November, 2025

বিএসএমএমইউ করোনা জিনোম সিকোয়েন্সে কাজ করছে

1

তিন হাজার ৫৭ জনের মাধ্যমে করোনা জিনোম সিকোয়েন্স এর কাজ চলছে জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ বলেন, সরকার চাইলে করোনা টিকা ট্রায়ালও প্রতিষ্ঠানটিতে করা যাবে; সেই সক্ষমতাও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রয়েছে।বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ এর ১০০ দিন পূর্তি উপলক্ষে নিউজলেটার প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর কেবিন ব্লকের করোনা সেন্টারের সাধারণ শয্যা সংখ্যা ও আইসিইউ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সি ব্লক এ নন-কোভিড রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ বেতার ভবনে করোনা ইউনিট চালু করা হয়েছে।তিনি আরও বলেন, করোনাভাইরাসের সাথে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্ল্যাক ফাঙ্গাস ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটে মরণঘাতী ফাঙ্গাস আক্রান্ত দুজন রোগী চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন।

 

এছাড়াও একাডেমিক পরিবেশ-উন্নয়ন, আন্তর্জাতিক র‍্যাকিংয়ে উন্নয়ন, সুপার স্পেশালিস্ট হাসপাতাল-১ এর কাজ এগিয়ে নেয়া ও ও ২ এর কার্যক্রম শুরু করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারসহ ব্যাপকভাবে পরিবেশগত উন্নয়ন করা হয়েছে। মানুষের কল্যাণে সব ধরণের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এই উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *