গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এ সময় ৩০৩ জন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটি কুমিল্লায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু।বুধবার (৭ জুলাই) সকালে জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৮৪১ জনের নমুনা পাঠানোর পর ৭৩৫ জনের রিপোর্ট আসে। এদের মধ্যে ৩০৩ জন নতুন করে সংক্রমিত হয়। আক্রান্তের হার ৪১.২ শতাংশ। সুস্থ হয়েছেন ৫২ জন।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১০৬ জন, আদর্শ সদরে ১৪, সদর দক্ষিণে ৭, বুড়িচংয়ে ১১, ব্রাহ্মণপাড়া ১১, চান্দিনা ১৫, চৌদ্দগ্রাম ১৫, দেবিদ্বার ১০, দাউদকান্দি ২৫, লাকসাম ২২, লালমাই ৫, নাঙ্গলকোট ৯, বরুড়া ২৭, মুরাদনগর ১৭ , মেঘনা ৩, তিতাস ৬ জন। নতুন ৭ জনসহ এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা জেলায় ৫০০ জনের মৃত্যু হয়েছে।
জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, জেলা-জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৫৬২ জন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম