প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২০, ৪:১৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিফিং এ বলেন,এ যাবত কালে বিদেশ ফেরত ২৮৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয় ।তাদের মধ্যে ২৪৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে । এ মুহুর্তে কোয়ারেন্টাইনে আছে মাত্র ৪৪ জন।এ জেলায় ৫জনকে সন্দিগ্ধ রোগীকে আইসোলেশনে নেওয়া হলেও এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।এ মার্চ হতে বিদেশ ফেরত নাগরিকের সংখ্যা ১ হাজার ৪শ ৭জন।টিকানা চিহ্নিত করা হয়েছে ২৮৮ জনের। কোবিড ১৯ চিকিৎসায় সদর হাসপাতালে আইসোলেশন প্রস্তত করা হয়েছে ২০ শয্যা।তন্মধ্যে চিকিৎসত ১৬ জন এবং নার্স ৪০ জন।পিইি মজুদ রয়েছে ১ হাজার ৩৪০পিস।এছাড়াও বেসরকারিভাবে হাসপাতাল প্রস্তু রাখা হয়েছে ২টি।ডায়াবেটিস হাসপাতালে শয্যা ৪০টি এবং গ্রামীন চক্ষু হাসপাতালে শয্যা ১০টি।এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে একটি।
এ যাবত কালে খাদ্য সহায়তা করা হয়েছে ২২ হাজার ৬৩৩ পরিবারকে এবং প্রাপ্ত অর্থে খাদ্য সামগ্রী ক্রয় করে বিতরণ করা হয়েছে ২ হাজার ৩৩৫জনকে। বর্তমানে ১৮৭.২১৪ মেট্রিক টন চাল এবং নগদ ৩ লক্ষ ৪ হাজার টাকা মজুদ রয়েছে যা জরুরী প্রয়োজনে ব্যয় করা হবে।বর্তমানে জেলার ২৪টি পয়েন্টে ১০ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা কেজি দরে আটা ওএমএস ডিলারের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার
মোহা:মনিরুজ্জামান (পিপিএম), বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর ৪ বেঙ্গলের পিএসসি লে. কর্ণেল জেএএম বখতিয়ার উদ্দিন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহখান খাঁন প্রমুখ।
সম্মেলনে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ বেশ কয়েকটি সরকারী বেসরকারী সংগঠনসহ সকলের সম্বিলিত প্রচেষ্টায় কাজ করা হচ্ছে। তিনি বলেন, জেলা প্রশাসন বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে। এর মধ্যে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, ত্রাণ বিতরণ, হোম কোয়েরন্টান নিশ্চিত করা। এ সকল কাজের পর গণপরিবহন বন্ধ হওয়ায় অনেক মানুষ তাদের কাজ হারিয়ে ফেলেন। তখন ত্রাণের জরুরী প্রয়োজন হয়। সবকিছু মিলিয়ে অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরী করে জেলা প্রশাসন কাজ করছে। আমরা আশা করছি সকলের প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম