8:03 AM, 13 November, 2025

নবাবগঞ্জে মিনা দিবস পালিত

71168805_933136140386901_2510036715222073344_n

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)
“মনের মত স্কুল পেলে, শিক্ষব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিনা
দিবস উপলক্ষে র‌্যালী, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়। উপজেলা
শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে র‌্যালী বের
হয়ে প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান পারুল বেগম,
শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপার ভাইজার মোঃ শফিউল
আলম, মিডিয়া কর্মী এ রুহুল আমিন প্রধান, এম এ সাজেদুল ইসলাম(সাগর), মোঃ
হাফিজুর রহমান (মিলন) প্রমূখ।