6:31 AM, 13 November, 2025

কমলগঞ্জে শতভুজা (১০০ হাত) বাসন্তী পূজা ও মেলা শুরু

Pic--Kamalgonj Basonti Puja

হৃদয় ইসলাম,

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ১১ এপ্রিল বৃহষ্পতিবার থেকে ৪ দিন ব্যাপী শতভুজা (১০০ হাত) শ্রীশ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক বিরাট মেলাও অনুষ্ঠিত হবে। বিগত একযুগ ধরেওে এই পূজা চলে আসছে। এবার সাফল্যের ১৩ তম আয়োজন। এই প‚জার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার মহাষষ্টী তিথি থেকে পূজা শুরু হবে এবং ১৪ এপ্রিল রোববার দশমী পূজা শেষে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। ৪ দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চ্চনা, রামায়ণ কীর্ত্তন, পদাবলী কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র পাল জানান, ইতোমধ্যে ম‚র্তি তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও বিগত বছরের ন্যায় বিপুল সংখ্যক মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদি। শতভ‚জা বাসন্তী প‚জা ও মেলাকে কেন্দ্র করে এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে পড়েছে সাজ সাজ রব। আবহাওয়া অনুকুলে থাকবে এবারও বাসন্তী প‚জায় দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন পেশাজীবীর হাজার হাজার লোকের সমাগমে গোটা এলাকা মুখরিত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।