12:31 AM, 13 November, 2025

সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

PHOTO-01

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সারাদেশে নারী-শিশু, হত্যাসহ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং রেলগেটস্থ কার্যালয় চত্বরে জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, স্কুল বিষয়ক সম্পাদক মাসুদা আকতার প্রমুখ।
বক্তারা সারাদেশে অব্যাহত নারী-শিশু, হত্যা, ধর্ষণসহ ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নূসরাত জাহান রাফিয়ার হত্যা চেষ্টাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।