“শার্শায় উলাশী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে গোড়পাড়ার জয়”

শাহারিয়ার হুসাইন: শার্শায় উলাশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ২০১৯ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের পঞ্চম ম্যাচে গোড়পাড়া ফুটবল একাদশের জয়৷
সোমবার বিকালে উৎসব মূখর পরিবেশে ধলদা তবিবর রহমান সরদার(টি,আর,এস) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নক আউট পর্বের পঞ্চম ম্যাচে গোড়পাড়া ফুটবল একাদশ ২-০ গোলে পরাজিত করে জামতলা ফুটবল একাদশকে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় গোড়পাড়া ফুটবল একাদশের প্রান্ত।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মেম্বর, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, মোজাম্মেল হক মেম্বর, হাফিজুর রহমান মেম্বর,আওয়ামী লীগ নেতা মশিয়ার, রিপোন হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিসহ এলাকার সর্বস্তরের জনগণ।
