5:17 AM, 13 November, 2025

দিনাপুর বীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা

TOFAJJAL PHOTO 02

তোফাজ্জল হোসেন,

বীরগঞ্জ প্রতিনিধি,দিনাজপুর:

দিনাজপুরের বীরগঞ্জে আজ বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জোবাইর মোহাম্মদ সহেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা-কর্মচারীগণ।