2:15 AM, 13 November, 2025

শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

received_2338694919734585
শাহারিয়ার হুসাইন
শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত মেলার উদ্বোধন করা হয়েছে। শার্শা উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার এ মেলার উদ্বোধন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শার্শার
সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)
মৌসুমী জেরিন কান্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কৃষি অফিসার সৌতম কুমার শীল, নির্বাচন অফিসার কামরুজ্জামান, বিআরডিবি অফিসার বিল্লাল হোসেন প্রমূখ।