11:18 AM, 13 November, 2025

পলাশবাড়ী হরিনাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের সরেজমিনে তদন্ত দাবী

horinabari news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী হরিনাবাড়ী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের বিষয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগকারীর সরেজমিনে তদন্ত দাবী করেন। এই অভিযোগের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কে অভিযোগে তদন্ত করার নির্দেশ প্রদান করেন।
সে আলোকে গতকাল ২৮ আগস্ট বুধবার উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব উদ্দিন অফিস রুমে উভয় পক্ষকে নিয়ে তদন্ত কাজ শুরু করলে অভিযোগকারী সরেজমিনে গিয়ে অভিযোগের তদন্ত দাবী করায় তদন্ত কার্যক্রম মুলতবি করেন।
এবিষয়ে তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব উদ্দিন সাংবাদিকদের জানান, যেহেতু অভিযোগকারী তদন্তের প্রথম দিন সরেজমিনে গিয়ে তদন্তের দাবী করেছেন বিধায় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে অভিযোগকারীকে তদন্তের দিনক্ষণ জানানো হবে।
হরিনাবাড়ী দ্বি মুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিক্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী করণীয় জানানো যাবে।
অভিযোগকারী আব্দুল লতিফ শেখ জানান, অভিযোগের তদন্ত কার্যক্রমের রিপোর্ট নিজেদের পক্ষ নেওয়ার চেষ্টা করছে অভিযুক্তরা। সেকারণে অভিযোগের ভিক্তিতে সরেজমিনে তদন্ত দাবী করে উপজেলা নির্বাহী অফিসার ও তদন্তকারী কর্মকর্তার বরাবরে আবেদন করেছি।