12:13 PM, 13 November, 2025

গোবিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

gobindhogonjo news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিদগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় নাবিল পরিবহন বাসের ধাক্কায় আজ ২৬ আগস্ট সোমবার সকালে হরিরাম সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। হরিরাম সরকার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কোনজগাড়ী গ্রামের গোচরন সরকারের ছেলে।
পুলিশ জানায়, হরিরাম গোবিদগঞ্জ মাছ ক্রয়ের জন্য সাইকেল যোগে ফাঁসিতলা বাজার এলাকায় আসলে নাবিল পরিবহন নামে একটি বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।