আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের প্রায় এক যুগ ধরে পরিচালনা কমিটি না থাকায় অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে স্কুল পরিচালনা কমিটি না থাকায় সোমবার (২৬ আগষ্ট) সকালে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সম্মিলিত ভাবে দ্রæত পরিচালনা কমিটির দাবীতে উপজেলার ঘুণীপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করে।
বিশিষ্ঠ সমাজ সেবক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে স্কুলের নানাবিধ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. এমদাদ হোসেন, অগ্নিবীনা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান খান মিরন, আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. জুয়েল, সহকারী প্রধান শিক্ষক মো. শাহীনুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন, শ্রী অঞ্জন দাস, মোশারফ হোসেন, ইমরান হোসেন রানা, দেলোয়ার হোসেন দুলাল, মো. আরশেদ আলম প্রমূখ। এ সময় দ্রুত সময়ের মধ্যে স্কুলের পরিচালনা কমিটির দাবী জানান বক্তরা। এসময় শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম