মোঃ রুকুনুজ্জামান বাবুল,
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আউট সোসিং নিয়োগের দাবিতে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটের গত ৮ এপ্রিল সোমবার ১৫৪ জন শ্রমিককের মধ্যে ২০জনকে ক্লিনার পদে নিয়োগ নিয়ে সংর্ঘষে আহত এর প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল।
জানা যায়, মঙ্গলবার ( ৯এপ্রিল ) সকালে আন্দলনরত শ্রমিকরা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ধাপের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন,বড়পুকুরিয়া শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আবু সাইদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিকরা তাদের বক্তবে বলেন, সেদিনের অনাকাঙ্খিত ঘটনার জন্য তারা দু:খ প্রকাশ করেন এবং সেইসাথে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্র কতৃপক্ষসহ প্রধান মন্ত্রীর নিকট নিয়োগের বিষয়ে শ্রমিকরা জোর দাবী জানান।
অন্যথায় দাবি না মানলে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে তারা বলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম