1:22 PM, 13 November, 2025

প্রধানমন্ত্রী বরাবর গাইবান্ধায় বাসদের স্মারকলিপি

DSC08170

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে আমন ধানের চারা, সার, সহজ শর্তে সূদমুক্ত কৃষি ঋণ এবং গ্রামীণ শ্রমজীবিদের জন্য আর্মি রেটে রেশন ও কর্ম সংস্থানের দাবিতে আজ ১৯ আগস্ট সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, আফরোজা বেগম, জাহিদুল হক, কৃষক নেতা এন্তাজ আলী, নুরুল আমিন, ফুল মিয়া, ছাত্রনেতা ফরিদুল হক প্রমুখ। বক্তাগণ বলেন, সা¤প্রতিক বন্যায় গাইবান্ধা জেলায় কৃষকদের ক্ষেতের ফসল, আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। পুকুরের মাছ, খামারিদের গরু ছাগল, হাঁস মুরগি ভেসে গেছে। অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সবকিছু হারিয়ে কৃষক-ক্ষেতমজুরগণ নিঃস্ব, সর্বসান্ত। তারা ক্ষেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা, আর্মি রেটে রেশন, সকল দুঃস্থ বয়স্ক বিধবাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা নির্ধারণ, সকল এনজিওদের কিস্তি আদায় আগামী ছয় মাসের জন্য স্থগিত এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ, দায়িত্বহীন কর্মকর্তাদের বিচার দাবি করেন। শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে ৪দফা দাবি সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করে।