ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা -২০১৯ উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মোঃ ইসলাম,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
“দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলায় হোক আমাদের অঙ্গীকার”।
ঠাকুরগাঁওয়ে ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে জনগণকে ভুমি বিষয়ক সকল সেবা প্রদানের লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলি, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নিমিত্ত ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়ন এর জন্য অন্যান্য বছরের ন্যায় এ বছরও আগামী ১০/০৪/২০১৯তারিখ হতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা- ২০১৯ সারাদেশব্যাপী পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আগামী ১০/০৪/২০১৯ তারিখ থেকে ১৬/০৪/২০১৯ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ, ক্যাম্প ও ভূমি উন্নয়ন মেলা-২০১৯ এর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ১০/০৪/২০১৯ তারিখ হতে ১৬/০৪/২০১৯ পর্যন্ত জেলা পরিষদের বিডি হল প্রাঙ্গনে ভূমি সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উদযাপন করা হবে এবং ১০/০৪/২০১৯ তারিখ হতে ১৬/০৪/২০১৯ পর্যন্ত
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা ক্যাম্প চলবে।
এসময় ভূমিসেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে জন্য ই-নামজারি সেবা প্রদান, আবেদন গ্রহণ , নিস্পত্তিকরণ, খাস জমির আবেদন গ্রহণ ও কবুলিয়ত প্রদান, রিভিউ ও মোকাদ্দমার আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণ, সার্টিফিকেট মামলা সংক্রান্ত কাজের সাথে সম্পৃক্ত ব্যাংকারদের কার্যক্রম প্রদর্শণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভূমিসেবা কার্যক্রমের অন্তর্ভুক্তকরণ, অনলাইন জবাবদিহিতা সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ পেশ করেন বক্তারা।
