দৌলতপুরে জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথক পৃথক ভাবে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন , আওয়ামীলীগ,স্কুল,কলেজ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল শোক র্যালী বেড় হয় ।
র্যালীটি উপজেলা পরিষদ, বাজার, প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ.এম নাঈমুর রহমান দুর্জয় ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ(ওসি) সুনীল কুমার কর্মকার,উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস প্রমুখ ।
