5:02 AM, 13 November, 2025

কোরবানীতে পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভায় গাইবান্ধা পুলিশ সুপার

sp news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে আজ ৫ আগস্ট সোমবার আসন্ন ঈদ-উল -আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ
এবং গাইবান্ধা জেলার সকল কোরবানীর পশুর হাটের ইজারদারগণ।
সভায় পুলিশ সুপার ইজারাদারদের কথা শুনে এসময় তিনি হাট ইজারাদারদের তাদের স্ব-স্ব হাটে ভলানটিয়ার দ্বারা হাটের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।
তিনি পশু ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে বলেন যে -জনগনের টাকা মানে সরকারের টাকা আর জনগনের টাকার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের।
যে কোন পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ যদি ৫,০০০/- টাকা নিয়ে পথ চলতে নিরাপত্তাহীন মনে করে তাহলে পুলিশকে ফোন করলে কোন প্রকার টাকা ছাড়াই জনগনকে মানি এস্কর্টে সাহায্য করবে গাইবান্ধা জেলা পুলিশ। এই ব্যাপারে স্ব-স্ব হাটের ইজারাদারদের মাইকে প্রচার করার পাশাপাশি,অজ্ঞান পার্টি ও অসুস্থ পশু বিক্রেতাদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন,সেই সাথে প্রত্যেকটি হাটে জাল-টাকা পরীক্ষা করার মেশিন সরবরাহের কথাও বলেন তিনি।
উল্লেখ্য, জেলা জুড়ে আইন শৃংখলা রক্ষার পাশাপাশি সকল ধরণের অপরাধ দমনে দ্রæত ব্যবস্থা গ্রহন ও জেলা জুড়ে মানবিক দ‚র্ভোগ ও যে কোন দ‚র্যোগ রোধে ব্যাপক ভ‚মিকা পালন করেছে গাইবান্ধা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধিকল্পে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।