পঞ্চগড় দেবীগঞ্জে শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কাজী সাইফুল,পঞ্চগড় থেকেঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা রেয়াজিয়া দাখিল
মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০১৯ উদযাপিত
হয়েছে।
আজ সকাল৮:০০ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারী নির্দেশনা অনুযায়ী
সারা দেশে একযোগে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে আলোচনা সভা,
মুক্তিযুদ্ধের তাৎপর্যের উপর রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
এ সময় মাদরাসার প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বাঙ্গালীজাতির
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে, দেশপ্রেমে উদ্বুদ্ধ
করতে আহবান জানান। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ওএর মর্যাদা রক্ষার
প্রতি সকলকে নিজ নিজ অবস্থানে সচেষ্ট থাকার অনুরোধ জানান। পরে সাংস্কৃতিক
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
