প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০১৯, ১০:৩৮ পি.এম
শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে বাসকশিপের দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরককরি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সাংগঠনিক ডিভিশন কর্তৃক ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ২ আগস্ট চট্টগ্রাম বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক কলেজ হলরুমে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।সেই সাথে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আয়ু বৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।এছাড়াও বাসকশিপের কেন্দ্রীয় সভাপতি মোঃ আতাউর রহমান এবং সেক্রেটারি ড. আহম্মদ মল্লিক এর নেতৃত্বে আত্মীকৃত শিক্ষকদের সকল ন্যায্য দাবি আদায়ের কথাও বলা হয়। আজকের শোকসভা ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আব্দুস ছাত্তার-সহ সভাপতি, বাসকশিক কেন্দ্রীয় কমিটি, প্রধান আলোচক জনাব মোঃ মোজাহেরুল আলম-সাধারণ সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা, বিশেষ অতিথিঃ ছিলেন জনাব এন,কে এম শাহারিয়ার-বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, এসএম হাবিবুল্লাহ হিরু, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক, প্রদীপ কুমার দাশ-সভাপতি, খাগড়াছড়ি জেলা। এছাড়াও উপস্থিত শিক্ষকদের মধ্যে আরো বক্তব্য রাখেনঃ মোঃ জসীম উদ্দিন, নুরুল আজম, মোঃ জাকারিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ইউনুস, দীলিপ কুমার সরকার, ইমাম হোসেন, মোহাম্মদ আইয়ুব, বোরহান উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শামীম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, বাসকশিপ ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক।দোয়া পরিচালনা করেন জনাব ড. মোজাহেরুল আলম।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম