2:39 PM, 13 November, 2025

পাকুন্দিয়ায় এক মাসের মধ্যেই রাস্তার ধসের অভিযোগ

IMG_20190731_202815

পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার কাওয়ালীকান্দা গ্রামে সড়ক নির্মাণের এক মাসের মাথায় ধসে গেছে। ফলে এ সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে এই সড়কটির বিভিন্ন স্থানে ধস নেমে অধিকাংশ স্থান বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, এ সড়কটি সুখিয়া বাজার থেকে চরপলাশ হয়ে আশুতিয়া নতুন বাজার পর্যন্ত নির্মাণের জন্য পর্যাপ্ত বরাদ্দ থাকলেও ঠিকাদার মাত্রারিক্ত লাভের জন্য নিন্মমানের সামগ্রী ব্যবহার করেছে। ফলে উদ্বোধনের আগেই সড়কটি ধসে পড়েছে। তাছাড়া খাল বা পুকুর পাড়ে নির্মিত গাইড ওয়াল এ পর্যাপ্ত পিলারও দেওয়া হয় নি।

কাওয়ালীকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল ছাত্তার জানান, এই গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পাকা করার। সরকার রাস্তাটি করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়। কিন্তু সড়ক নির্মাণের ক্ষেত্রে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়নি। ফলে গত সপ্তাহের বৃষ্টিতেই রাস্তার অনেক স্থানই ভেঙে গেছে। আমি ঠিকাদার ও প্রকৌশলীর সাথে কথা বললেও কোন সুরাহা পায় নি। শুধুমাত্র বালু ফেলে রেখে দিয়েছে।

একই গ্রামের (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, রাস্তা নির্মাণের সময় ঠিকাদারকে অনেকবার বলা হয়েছে, ভালো মানের ইট ব্যবহার করতে। কিন্তু তারা সেটা করেনি। বাতিল ইট ও কংক্রিট ব্যবহার করেছে। তাছাড়া বিটুমিনও ছিল অনেক নিন্মমানের। রাস্তার দুই পাশের পাড়গুলোও তেমন বাঁধা হয়নি। খালের পাশ দিয়ে ওয়ালগুলো করা হয়েছে খুবই নিন্মমানের।