আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রোববার গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সিভিল সার্জন কার্যালয় থেকে বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাওহাত গাওহারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডাঃ আ.খ.ম. আসাদুজ্জামান, জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া দিনভর গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম