পঞ্চগড়ে স্কুলের দেয়াল ধসে ছাত্রী নিহত

কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিদ্যালয়ের দেয়াল ধসে নিলা (০৮) নামে এক ছাত্রী নিহত হয়েছে।
২৯ জুলাই (সোমবার) বেলা পৌনে ১২ টার দিকে পঞ্চগড় (১) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।
নিলা পঞ্চগড় পৌরসভার মিলগেট এলাকার লিটনের মেয়ে এবং ঐ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও অভিভাবক রুবিনা আক্তার জানায়, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী মাঠে খেলতেছিল আর নিলা ঐ দেয়ালে পিঠ ঠেকিয়ে দাড়িয়ে ছিল এমন সময় তার উপর দেয়াল ধসে পরলে ঘটনাস্থলেই সে মারা পায়। পরে আমি এবং বিদ্যালয়ের আয়া রীনা আক্তার তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
এদিকে ঘটনার পরপরই বিদ্যালয় এবং হাসপাতাল পরিদর্শন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
