1:22 PM, 13 November, 2025

বন্যা দুর্গত দুঃস্থ মানুষদের মধ্যে গাইবান্ধায় কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

Gaibandha-03 (3)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী, বাদিয়াখালী, রামচন্দ্রপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার মানুষদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রোববার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বন্যা দুর্গত এলাকার মানুষদের মধ্যেও ওই পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ৫ কেজি আলু, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নেতা রিতা রহমান, বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির সভাপতি ডাঃ অধ্যাপক মঈনুল হাসান সাদিক, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম প্রমুখ।