12:32 AM, 13 November, 2025

দেবীগঞ্জে সড়ক দূঘটনায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যুঃ

images

কাজী সাইফুল,

দেবীগঞ্জ, পঞ্চগড় থেকেঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে আজ সকাল ১১:০০ঘটিকার সময় ডোমার থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী অজ্ঞাত এক ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদরাতুল মুনির মুকিত নামের(১২)এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়।ঘটনাটি ঘটে দেবীগঞ্জ উপজেলা পরিষদ মোরে।

জানা গেছে মুকিত প্রতিবন্ধী ও কানে কম শুনে।উপজেলা থেকে মহাসড়কে উঠার সময় ট্রাক তাকে ধাঁক্কা দেয়।খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাস পরিবারের কাছে হস্থান্তর করে।
মুকিত দেবীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ও কলেজ পাড়া গ্রামের বাসিন্তা মোঃ মশিউর রহমানের জমজ ছেলের মধ্যে একজন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্স জনাব মোঃরবিউল হাসান সরকার জানান এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।