গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে জাতীয় দৈনিক যায়যায়দিন’র ১৪তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আজ সোমবার বিকেলে উপজেলার পৌর শহরের স্থানীয় একটি রেস্টেুরেন্টের হলরুমে আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। র্যালীর পূর্বে আলোচনা সভায় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। দৈনিক "যায়যায়দিন’র উপজেলা প্রতিনিধি কে এম আব্দুল্লাহ'র পরিচালনায় ও হাফিজ মাওলানা জাহিদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম ফজলুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সেক্রেটারি জাহিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: রুবেল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, সমাজসেবী টুনু মিয়া, ফলিক উদ্দিন প্রমুখ। আলোচনা সভার পরে পৌর শহরের এ ওয়াহাব প্লাজার সামন থেকে র্যালী বের করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম