আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বন্যার কারণে অধিকাংশ ভোটকেন্দ্র তলিয়ে যাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব, নির্বাচন পরিচালনা-২ মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা প্রদান করেন। একই চিঠিতে জেলার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।
আগামী ২৫ জুলাই মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল। এ লক্ষ্যে প্রার্থীরা ব্যাপক প্রচারনা চালিয়ে আসছিলেন। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছিলো। কিন্তু বন্যার কারণে ভোট গ্রহণ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। এ কারণে ওই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার সরেজমিনে বন্যা পরিস্থিতির রিপোর্টের প্রেক্ষিতে গত ২১ জুলাই পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার এ সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়। গতকাল সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ব্রজেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম