সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৪টি দোকানে চুরি

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ রাঙ্গাডহর বাজারে একই রাতে ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার রাঙ্গাডহর বাজারে এ চুরি সংগঠিত হয়। চুরির ঘটনা বাজারে থাকা একটি সিসি টিভির ফুটেজে ধরা পড়ে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রাঙ্গাডহর বাজারের ছালেহ ষ্টোর, আজির উদ্দিন ভেরাইটিজ ষ্টোর ও জাহেদ ভেরাইটিজ ষ্টোরের তালা ও ক্যাশ ভেঙে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। এছাড়াও সুহেল ভেরাইটিজ ষ্টোর নামক আরেকটি দোকানের কয়েকটি তালা খুলে ফেললেও পরে সবকটি তালা ভাঙ্গতে না পারলে চুরি না করে চলে যায় চুরেরা।
বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন- দীর্ঘদিন ধরে রাঙ্গাডহর বাজারে চুরি হলেও বাজার কমিটি ও প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না
