প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০১৯, ১০:০৩ পি.এম
“যশোরে ১২৫ টি দল কে হারিয়ে বঙ্গবন্ধু -বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ান উলাশী”

শাহারিয়ার হুসাইন : যশোরের শার্শা উপজেলাতে বঙ্গবন্ধু - বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগারীর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০-০৭-১৯) বিকালে শার্শা শ্যামলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শিরোপা নির্ধারণী ম্যাচে উলাশী মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের দুটি শিরোপাই তাদের নিজেদের করে নিয়েছে। মাসব্যাপী এ টুর্নামেন্টে শার্শার ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
উক্ত ফাইনাল খেলায় উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কাগজপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।
অপর দিকে মেয়েদের চুড়ান্ত পর্বে উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পিকে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহারাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম