6:31 AM, 13 November, 2025

ভবনের ধ্বংসস্তূপ থেকে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার

roof-collapes

নিজস্ব সংবাদদাতাঃ ভবনের ধ্বংসস্তূপ থেকে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দুপুরে পুরান ঢাকার পাটুয়াটুলী এলাকায় ধসের ঘটনায় এ দুর্ঘটানা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জাহিদুল ব্যাপারী ও তার ১৮ বছর বয়সের ছেলে শফিকুল ব্যাপারী। নিহত জাহেদুল ফলের ব্যবসা করতেন।

পিতা জাহিদুলের মৃতদেহ বুধবার রাত ৮টায় আর ছেলে শরিফুলের মৃতদেহ রাত ১২টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত কের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমের কাছে বলেন, ‘রাত ৮টার দিকে জাহিদুলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।’

সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী গনমাধ্যমকে জানান, ওই দিন রাত ১২টায় শফিকুল ব্যাপারীর মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে সূত্রাপুর থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাড়ির মালিক জাহিদুলের আত্মীয় সালাম বলেন, ‘জাহিদুল এই এলাকায় ফল ব্যবসা করে। তার ছেলে তাকে সহযোগিতা করে। তারা দুজনই এই বাড়িতে থাকত।’

সালাম আরো বলেন, ‘গতকাল রাত ১১টায় তার সঙ্গে আমার দেখা হয়েছিলো। সকালে তার ফলের দোকান বন্ধ দেখে ফোন দেই। কিন্তু তার ফোন বন্ধ পাই। পরে তার ভাই ও আমি এসে দেখি ছাদ ধসে পড়েছে। সম্ভবত রাতেই ছাদ ধসে পড়ে।’