প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০১৯, ৯:৪০ পি.এম
রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্ট ২০১৯ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১৭ জুলাই বুধবার বিকালে রাণীশংকৈল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি এসিল্যান্ড সোহাগ সাহার সভাপতিত্বে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ভাইসচেয়ারম্যান সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ'লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুর আলম, ঘনেস্বাম রায়, সিমান্ত কুমার বসাক, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সামাজিক, রাজনৈতিক, ফুটবলপ্রেমী ও সাংবাদিক বৃন্দ।
প্রসঙ্গত: শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চুড়ান্ত পর্বের খেলায় বালক দলে রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে রাতোর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর দিকে বালিকা দলে পূর্ব বলদাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৫-১ গোলে পরাজিত করে এবং বালক দলের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে রাউতনহর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের রিপন আলী ও মেয়ে দলের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে কোচল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের কবিতা রাণী।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম