4:43 PM, 13 November, 2025

নবাবগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মত বিনিময় সভা

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ

মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্তে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি –ইনডেজিনাস প্রকল্পের আয়োজনে ওই মত বিনিময় সভায় সাগত বক্তব্য রাখেন ব্রাক আ্ইডিপির দিনাজপুর জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা , আরো বক্তব্য রাখেন দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান , পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সামসুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , উপজেলা আওয়ামী লীগের সাংসগঠনিক সম্পাদক ও ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ আদিবাসি নেত্রি মারিয়া বাসকে, দিপালি মুরমু , এনজিও এনডিএফ এর বিরামপুর শাখার ব্যবস্থাপক খাইরুল ইসলাম প্রমুখ। সভায় আদিবাসি নেত্রি মারিয়া বাসকে জানান , ৭নং দাউদপুর ইউনিয়নে মালার পাড়া ও ফাজিল পুর এলাকায় চুয়ানি মদের রমরমা ব্যবসা চলছে। আর এ ব্যবসায় আদিবাসিদের পাশাপাশি স্থানীয় প্রভাশালীরা কোন না কোন ভাবেই তাদের সহায়তা করছে। প্রতিবাদ করা যায় না এ বিষয়ে ইতিপুর্বে প্রতিবাদ করে সুফল পাওয়া যায় নি। তিনি চুয়ানি মদের তৈরির স্থান গুলোতে অভিযান পরিচালনার দাবি জানান। অপর আদিবাসি নেত্রি দিপালি মুরমু জানান , চুয়ানি মদের প্রতিবাদ করায় নানা ভাবে তাদের হয়রানি শিকার হতে হয়। তিনি ও আইনি পদক্ষেপের জোরালো দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ জানান গ্রাম গঞ্জে চুয়ানি তৈরির সরঞ্জামাদি যেমন এক ধরনের নালি গুড় সহ উপকরন ও যাদের বাড়িতে মাদক ক্রয় করতে আসা আর সেবন করতে আসা ব্যক্তিদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে । তা না হলে গ্রাম এলাকা থেকে চুয়ানি মদের ব্যবসা বন্ধ করা সম্ভব হবে না। তার ইউনিয়নে স্ব উদ্দ্যোগে মাদক নিমুর্লে কাজ করে যাচ্ছেন বলে ও মত বিনিময় সভায় মত ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম জানান মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে সমাজের সর্ব স্তরের জন সাধারনকে সহায়তায় এগিয়ে আসতে হবে। তা না হলে মাদক বাল্যবিয়ে প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে। পুলিশ পরিদর্শক মোঃ সামছুল আলম বলেছেন আগের তুলনায় মাদকের বিস্তর অনেক আংশেই কমে গেছে। প্রতি মাসেই পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা গ্রহন করে অভিযুক্তদের আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান বলেছেন , এ উপজেলা থেকে মাদককে চিরতরে বিদায় করতে উপজেলা সদরে বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স ঝুলিয়ে দেয়া হবে। যে সমস্ত অভিযোগ পাওয়া যাবে তা তদন্ত সাপেক্ষে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বলেছেন মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনারা সঠিক ও প্রকৃত তথ্য দিয়ে সহায়তা করুন । মাদক ও বাল্যবিয়ে সাথে জড়িত থাকা ব্যক্তিরা যত বড়ই প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না।