12:52 AM, 13 November, 2025

বরগুনা আমতলীতে বিদ্যুতের চরম ভোগান্তি

বিদ্যুত

এইচ. এম. রাসেল,

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা আমতলী উপজেলার গ্রাহকদের অভিযোগ, আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ চলে যায়। আর একবার ঝড় হলে বিদ্যুতের দেখা মেলে এক দিনেও। এমত অবস্থায় উপজেলার হাজার হাজার গ্রাহক পল্লীবিদ্যুৎ সমিতির কাছে একরকম জিম্মি হয়ে পড়েছেন।

আমতলী উপজেলায় একবার বিদ্যুৎ চলে গেলে আসে কয়েক ঘণ্টা পরে। আবার এমনও হয় সারাদিনে দুই তিনবার অল্প সময়ের জন্য বিদ্যুৎ আসে। তার স্থায়ীত্ব থাকে ১০-১৫ মিনিট। একবার চলে গেলে অপেক্ষার প্রহর গুণতে গুণতে কয়েকঘণ্টা পরে মেলে বিদ্যুৎ নামের সোনার হরিণ।

স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া বলেন, টানা লোডশেডিংয়ের কারণে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন তাদের সন্তানদের পড়ালেখা নিয়ে। বছর জুড়ে ঘোষণা দিয়ে মেইন লাইন মেরামতের অজুহাতে দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তার পর আকাশে মেঘ জমতে দেখলেই বিদ্যুৎ চলে যায়। একটু ঝড়ো হাওয়া হলেই এক দুই দিন ধরে একটানা বিদ্যুতের দেখা মেলে না পল্লীবিদ্যুতের বিরুদ্ধে এমনি নানা অভিযোগ করছেন এলাকাবাসী।