12:51 AM, 13 November, 2025

মুরাদনগরে কৃষি ব্যবস্থাকে কৃষক বান্ধব করতে মতবিবিময় সভা

FB_IMG_1554384075006(1)

সফিকুল ইসলাম,

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি ব্যবস্থাকে কৃষক বান্ধব করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএকে সংবর্ধণা প্রদান করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

পরে প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ এবং উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দিলিপ কুমার অধিকারী, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস ছাত্তার।