সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান খান তিতুর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান খান তিতুর পঞ্চম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াহিদুজ্জামান খান তিতু স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন শহরের নতুন বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুস আলী।
ওয়াহিদুজ্জামান খান তিতু স্মৃতি সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ও পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, তিতুর ছোট ভাই আনিসুজ্জামান খান বাবু, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, মাহমুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, আলমগীর কবীর দুদু, কামরুল হাসান সেলিম, অ্যাড. হানিফ বেলাল, মো. ইলিয়াস হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস চৌধুরী ও মোস্তাক আহমেদ রঞ্জু, শামিউল ইসলাম পিপলু, জিয়াউল হক জনি, নাজমুল আখতার নাদু, আনিসুর রহমান নাদিম, শাকিল ইসলাম পাপুল, আল আমিন চৌধুরী, আব্দুস সালাম, নজরুল ইসলাম, বিপুল কুমার দাস, চান মিয়া, রাগীব হাসান চৌধুরী, আব্দুর রাজ্জাক ভুটটু, শামিম আহমেদ পলাশ, সাদেকুল ইসলাম নান্নু, সাইদুর রহমান মাস্টার, ফয়সাল ওয়াহিদ শাওন, সুজন, সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিতুর বড় ভাই আনিসুজ্জামান খান মনু, মরহুমের বড় ছেলে ফয়সাল ওয়াহিদ শাওন, ছোট ছেলে কাওসার ওয়াহিদ সুজন।
