পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা থেকে মাত্র
এক কিলোমিটার দূরে নতুন বন্দর গ্রাম।দেবীগঞ্জ চৌরাস্তা
থেকে দক্ষিণে বম্বে এগ্রো লিমিটেড কোম্পানির সাথেই
লাগানো গ্রাম পুলিশ মোঃ রশিদুল ইসলামের বাড়ি।তার দুই
ছেলের মধ্যে ছোট ছেলে হাসিনুর প্রায় নেশা করে বাড়ি
ফিরে।আজ রাত ৯:০০টায় নেশার টাকা না থাকায় তার
স্ত্রীর একমাত্র সম্বল সেলাই মেশিন নিয়ে বেড়িয়ে যাওয়ার
সময় হাসিনুরের বাবা তাকে বাঁধা প্রদান করলে নেশাগ্রস্ত
ছেলে বাস দিয়ে বাবার মাথায় আঘাত করে।এসময়
রশিদুলের মাথা ফেঁটে প্রচুর রক্ত ক্ষরণ হয়।পরে স্থানীয়
লোকজন তাকে উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে
চিকিৎসার জন্য নিয়ে যায়।স্থানীয় লোকজন ছেলেটিকে
ধরে পুলিশের কাছে দেওয়ার চেষ্ঠা করলে সে পালিয়ে যায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম