কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের বোদা উপজেলার ভিতরে নবনির্মিত নান্দনিক শিশু পার্কটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন।
৭জুলাই রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলপথ মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে শিশু পার্কটির উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান পৌর মেয়র এ্যাড ওয়াহিদুজ্জামান সুজা,ভাইস চেয়ারম্যান গন, উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক বৃন্দ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বোদা উপজেলায় কোন শিশু পার্ক না থাকায় শিশুদের বিনোদনের কথা মাথায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান নিজের একান্ত প্রচেষ্টায় সরকারী বরাদ্দ ব্যতীত বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহ করে শিশুদের জন্য বোদা উপজেলার ভিতরে নান্দনিক শিশু পার্কটি নির্মাণ করেন। নিজের একান্ত প্রচেষ্টায় শিশু পার্ক নির্মানের জন্য এলাকার সর্ব মহলে সমাদৃত।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম