মো.মিজানুর রহমান নাদিম,তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচাঁর করা ৫১ পিস (১০২ ঘনফুট) কেওড়া গাছ উদ্ধার করেছে তালতলী বনবিভাগ।
শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার ফকিরহাট বাজারের জয়নাল মিয়ার পুত্র জালালের ঘর
থেকে এ গাছগুলো উদ্ধার করা হয়। এলাকাবাসিদের ধারণা এর দাম আনুমানিক প্রায় দুই লাখ টাকা।
এ বিষয় সকিনা বিট কর্মকর্তা জাহিদ প্রামাণিক বলেন , গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সংরক্ষিত বনাঞ্চলের কিছু গাছ কেটে এনে ফকির হাট বাজারে রাতের আধারে এনে রেখেছে। রাতেই
অভিযান চালিয়ে জালালের ঘর থেকে ৫১ পিস কেওড়া গাছ উদ্ধার করি।
এ বিষয় বন আইনে জালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম